ইসরাইলের সঙ্গে যে কোনো সময়ে যুদ্ধ লাগতে পারে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হামাসের
সহ-প্রতিষ্ঠাতা মাহমুদ আজ-জাহার বলেছেন,
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যে কোনো সময়ে
যুদ্ধ লাগার খুব বেশি আশংকা রয়েছে।
হামাসের শীর্ষস্থানীয় নেতা মাজেন ফুকাহার হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের অনেক গুপ্তচর এবং ভাড়াটে সেনা তৎপর রয়েছে। হামাস তাদের নির্মূল করবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ফুকাহার হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, সাম্প্রতিক এ অপরাধের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করতে হামাস বড় ধরণের অভিযান চালাবে।
ইহুদিবাদী ইসরাইলকে ফুকাহার হত্যার দাঁতভাঙ্গা জবাব দেয়ার মতো ব্যাপক পদ্ধতি এবং সরঞ্জাম হামাসের আছে বলেও জানান তিনি। অবশ্য হামাস তড়িঘড়ি কোনো পদক্ষেপ নেবে না বলেও পরিষ্কার ভাষায় জানিয়ে দেন তিনি।
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে হামাসের কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি নেই বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এর মানে দাঁড়াচ্ছে দু’পক্ষই কার্যত যুদ্ধে জড়িত রয়েছে। পাশাপাশি নতুন করে লড়াই যে কোনো সময় শুরু হতে পারে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি।
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে হামাসের বেশ কয়েক দফা যুদ্ধ হয়েছে। এতে একবারও সুবিধা করতে পারে নি ইসরাইল। ২০১৪ সালের জুলাই মাসের প্রথম দিকে সর্বশেষ যুদ্ধ শুরু হয়ে তা ২৬ আগস্ট শেষ হয়েছে। এতে ২২০০ ফিলিস্তিনি শাহাদত বরণ করেছেন। এদের বেশির ভাগই নারী-শিশুসহ বেসামরিক মানুষ।

No comments

Powered by Blogger.