পীরগাছায় গলাকাটা অবস্থায় দুই যুবক উদ্ধার

রংপুরের পীরগাছা উপজেলা সদরের একটি ধান ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় দুই যুবককে উদ্ধার করেছে এলাকাবাসী। আশংকাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নগরজিৎপুর গ্রামের হরিপুরটারী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ধারালো ছুরি, ব্লেড, চোলাই মদের খালি বোতল ও পলিথিন ব্যাগ ভর্তি কিছু খাবার উদ্ধার করেছে। জানা গেছে, রাতে পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী উপজেলার নগরজিৎপুর গ্রামের আবু বক্করের  ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২) ও মিঠাপুকুর উপজেলার লাহিড়ীগঞ্জ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে শরপুকে (৩০) রক্তাক্ত অবস্থায় একটি ধান ক্ষেতের আইলে পরে থাকতে দেখে স্থানীয়রা। উদ্ধারের পর দুজনেরই গলার সামনের দিকে কাটা জখম ও গোটা শরীর রক্তাক্ত দেখে রমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তারা এখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

No comments

Powered by Blogger.