দলীয় প্রার্থীর জন্য কাজ করার তাগিদ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে দলীয় নেতা-কর্মীদের কাজ করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ এপ্রিলের মধ্যে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন এবং জেলা অনুমোদিত দাউদকান্দি ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি বহাল রাখার সিদ্ধান্ত হয়। গতকাল বুধবার সকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত হয়। সকাল সাড়ে ১০টার দিকে চান্দিনা মহিলা কলেজ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে ওই বিশেষ বর্ধিত সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এ কে এম এনামুল হক শামীম। বক্তব্য দেন সাবেক ডেপুটি স্পিকার সাংসদ মো. আলী আশরাফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রায়।
এনামুল হক শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানা সীমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ওই প্রার্থীকে জেতানোর জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। যেখানে কমিটি গঠনপ্রক্রিয়া নিয়ে জটিলতা রয়েছে, সেগুলো ঠিক করতে হবে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, কুমিল্লা নগরে বসবাসরত উত্তর জেলার ভোটারদের কাছে মেয়র পদে নৌকা প্রতীকের জন্য ভোট চাইতে হবে। একই সঙ্গে তাঁদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে উত্তর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সৈয়দ তানভীর আহম্মেদ ফয়সাল বলেন, দলের বিশেষ বর্ধিত সভায় আগামী ৩০ এপ্রিলের মধ্যে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, জেলা অনুমোদিত দাউদকান্দি ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি বৈধ ঘোষণা এবং কোথাও দলীয় নেতা-কর্মীরা যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সচেষ্ট থাকার সিদ্ধান্ত হয়।

No comments

Powered by Blogger.