চিকিৎসক–সংকট

লালমনিরহাট জেলা সদর হাসপাতাল ১০০ শয্যাবিশিষ্ট। দুস্থ জনগণসহ প্রায় সবাই সদর হাসপাতালে আসে। যেখানে সব সময় চিকিৎসক রোগীদের সেবা দেবেন এবং রোগীরা সেবা গ্রহণ করবে—এটাই কাম্য। আর সরকার জনগণকে চিকিৎসাসেবা প্রদানে বদ্ধপরিকর। কিন্তু একটি জেলার সদর হাসপাতাল যদি চিকিৎসকশূন্য থাকে, তাহলে সাধারণ রোগীরা সেখান থেকে কী সেবা আশা করতে পারে। লালমনিরহাট জেলা সদর হাসপাতাল এখন চিকিৎসকশূন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জেলায় উপজেলা রয়েছে পাঁচটি। যার মধ্যে লালমনিরহাট সদর উপজেলা এক প্রান্তে অবস্থান করেছে এবং সেখানেই রয়েছে জেলা সদর হাসপাতাল। প্রতিদিন অন্যান্য উপজেলার রোগীরা উন্নত সেবার জন্য জেলা হাসপাতালে আসে, কিন্তু চিকিৎসক না থাকায় বিভিন্ন সময় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এতে দুস্থ ও অসচ্ছল সাধারণ রোগীরা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির চিকিৎসক–সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

No comments

Powered by Blogger.