বায়ুদূষণের প্রকোপ

সম্প্রতি এক জরিপে জানা গেল, ঢাকা নগরের ২৫ শতাংশ মানুষ বায়ুদূষণজনিত ফুসফুসের সমস্যায় ভুগছে। মানে বায়ুদূষণ কোন পর্যায়ে গেলে একটি শহরের এ পরিমাণ মানুষ ফুসফুসের সমস্যায় ভুগতে পারে, এবার ভেবে দেখুন। বলা বাহুল্য, এটা আমাদের স্বাস্থে্যর জন্য মারাত্মক হুমকি। কিন্তু এটা নিয়ে আমাদের তেমন মাথাব্যথা আছে বলে মনে হয় না, আগেও কখনো ছিল না। সে কারণে আমরা সবাই যার যার মতো চলছি। এই বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি। আর একবার একটি রাস্তা খোঁড়া হলে তা সময়মতো মেরামতের ব্যাপারেও সিটি করপোরেশনের উদ্যোগ দেখা যায় না। আবার মেরামত করেই বা কী হবে, কারণ আজ যদি ওয়াসা রাস্তা খোঁড়ে তো কাল টিঅ্যান্ডটি খোঁড়ে। বছরের সব সময়ই দেখা যায়, কেউ না কেউ রাস্তা খুঁড়ছে। ফলে যে পরিমাণ ধুলা বাতাসে ওড়ে, তাতে নাকে রুমাল না চেপে চলাচল করা দায় হয়ে ওঠে, যদিও তাতে খুব একটা কাজ হয় না। কথা হচ্ছে, আমাদের দেশ বদ্বীপ, ফলে এখানে ধুলাবালি বেশি থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু সেটা যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে না রাখতে পারি, তাহলে বিপদ আমাদেরই। আশা করি, আমরা আত্মঘাতী হব না।

No comments

Powered by Blogger.