প্রার্থী সঙ্কটে লজ্জিত এরশাদ!

আসন্ন পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মাত্র ৫১জন প্রার্থীকে মনোনয়ন দেয়াকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, একটি পুরাতন দল হয়েও আমরা প্রার্থী খুঁজে পাইনা। মাত্র ৫১টি পৌরসভায় প্রার্থী মনোনয়ন দেয়া আমাদের জন্য লজ্জার। দলের নেতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এরশাদ বলেন, আমি একাই ২৭টি জেলায় কাউন্সিল করেছি। আমার পাশে কেউ ছিল না। আরও ২৬টি জেলায় কাউন্সিল করবো। জানি আমার পাশে কেউ থাকবে না। সরকারের উদ্দেশে এরশাদ বলেন, পৌরসভার সবকয়টিতে হারলেও আপনাদের ক্ষমতা চলে যাবে না। তাই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন তাদের মেরুদ- খুঁজতে ডাক্তারের কাছে গিয়েছিল। কিন্তু তারা মেরুদ- খুঁজে পায়নি। সুুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসিকে তাদের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান এরশাদ।

No comments

Powered by Blogger.