৩০০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

তিন শ' বছরেরও বেশি আগে কলম্বিয়ার উপকুলে অনেক ধনরত্ন সহ ডুবে যাওয়া এক স্প্যানিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েলে স্যান্টোস এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন।
১৭০৮ সালে এ স্প্যানিশ জাহাজটি বন্দর শহর কারটাজেনার কাছে ক্যারিবীয় সমূদ্রে ডুবে যায়। স্যান হোসে নামের জাহাজটিতে বিপুল পরিমাণ স্বর্ণ মূদ্রা, রূপা এবং পান্না ছিল বলে ধারণা করা হয়।
ডুবে যাওয়া জাহাজের ধনরত্ন খুঁজে বেড়ান যারা, তাদের কাছে এটি এক বিরাট সুখবর।
এই জাহাজ স্পেনের রাজা পঞ্চম ফিলিপের নৌবহরের অংশ ছিল।
দক্ষিণ আমেরিকা থেকে লুট করা ধনসম্পদ নিয়ে এটি স্পেনে ফিরছিল।
জাতিসঙ্ঘ জাহাজটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে বর্ণনা করেছে।
সূত্র : বিবিসি

No comments

Powered by Blogger.