মোদির ‘দ্বিতীয় স্ত্রী’ স্মৃতি ইরানি!

ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় স্ত্রী বলে অ্যাখ্যা দিয়েছেন কংগ্রেসের দুই নেতা। স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। আসামের গৌহাটির নলবাড়ীতে রোববার এক জনসভায় কংগ্রেস নেতা নীলামণি সেন ডেকার মন্তব্যের এক দিন পরই আরেক কংগ্রেস নেতা একই ধরনের মন্তব্য করলেন। মানবসম্পদ উন্নয়নমন্ত্রীকে এ ধরনের সমালোচনা করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেতারা। পরে ক্ষমা চেয়েছেন নীলামণি। সোমবার ফার্স্টপোস্ট জানায়, আসামের নির্বাচন উপলক্ষে আজ সেখানে যাওয়ার কথা রয়েছে স্মৃতি ইরানির। এর আগের দিন আসামের নলবাড়ীতে কংগ্রেসের এক জনসভায় বিধায়ক নীলামণি সেন ডেকা বলেন, ‘সেই মহিলা, সেই নেতা যাকে নরেন্দ্র মোদির দ্বিতীয় স্ত্রী হিসেবে অভিহিত করা হয়, সেই স্মৃতি ইরানি নলবাড়ী আসছেন।’
একই দিন কংগ্রেসের সংসদীয় নেতা রূপজ্যোতি কুর্মিও মোদিকে নিয়ে তীর্যক মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের মহিলা দূর থেকে নমস্কার করে মোদিকে। কিন্তু বিদেশ গেলেই সব বদলে যায়। বিদেশী মহিলাদের আলিঙ্গন করতে ভালোবাসেন মোদি। কংগ্রেস নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে রাজনৈতিক পরিবেশ। তাদের ওই মন্তব্য টিভিতে সম্প্রচার হতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘হারের ভয়ে এখন ব্যক্তিগত পর্যায়ে গিয়ে আক্রমণের রাস্তায় হাঁটছে কংগ্রেস। এ ধরনের মন্তব্য কংগ্রেসের নিু রুচির পরিচয়। একজন প্রবীণ বিধায়কের মুখে এমন কথা আসামের সংস্কৃতির পরিপন্থী।’ এ ঘটনায় নীলামণির বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছে বিজেপি। বিপাকে পড়ে ক্ষমা চেয়েছেন নীলামণি। তিনি বলেন, ‘আমি যা বলেছি নিছকই মজা করে বলেছি। ওই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইছি। এর সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই।’ আসামে সামনেই নির্বাচন। তার জন্য চলতি ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে রাজ্যের পাঁচটি জায়গায় কেন্দ্রের পাঁচ মন্ত্রীকে দিয়ে সভা করানোর কর্মসূচি নিয়েছে বিজেপি। রোববার সুষমা স্বরাজ বরাকে সভা করার পর এবার নলবাড়ী যাচ্ছেন স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৯ জানুয়ারি আসামে যাওয়ার কথা।

No comments

Powered by Blogger.