কোরিয়ার যৌনদাসীদের ক্ষতিপূরণ দেবে জাপান

২য় বিশ্বযুদ্ধের সময় কোরিয়ার লক্ষ লক্ষ নারীকে জাপানি সেনাদের মনোরঞ্জনে বাধ্য করা হয়েছিল। এসব যৌনাদাসীকে ক্ষতিপূরণ দেবে জাপান। সিউলে অনুষ্ঠিত দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ঐতিহাসিক এ চুক্তিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়াকে প্রায় ৮৩ লাখ ডলার দেবে জাপান। এ খবর দিয়েছে বিবিসি। ২য় বিশ্বযুদ্ধের পর থেকেই দু’দেশের মধ্যে এ ইস্যু নিয়ে বৈরীতা চলছে। বলা হয়ে থাকে, প্রায় দুই লাখ নারীকে যুদ্ধের সময় যৌনদাসত্বে বাধ্য করা হয়েছিল। এদের বেশির ভাগই ছিল কোরিয়ার অধিবাসী। বাকি নারীরা ছিল  চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও তাইওয়ানের। দক্ষিন কোরিয়া এ জন্য জাপানের তরফ থেকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে, ভাগ্যবিড়ম্বিত ওই নারীদের মধ্যে বেচে থাকা ৪৬ জনকে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়ে আসছে। খবরে আরও বলা হয়, দু’দেশের মধ্যে বৈরীতার প্রধান দুটি কারণের একটি এটা। অপর কারণটি হলো নানজিং গণহত্যা। দীর্ঘ দিনের এই দ্বন্দ্বের ইতি টানতে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আজ বৈঠকে বসেছিলেন। আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে বৈঠক থেকে ইতিবাচক কোন ঘোষণা আসতে পারে। কেননা, জাপান আগেই বলেছিল, কোরীয় যৌনদাসীদের ক্ষতিপূরণ বাবদ তারা সরকারি বরাদ্দ ঠিক করার কথা ভাবছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ইউন বিউং সে’র সঙ্গে বৈঠকের পর জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তার দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে আন্তরিকভাবে দুখ: প্রকাশ করেছেন।

No comments

Powered by Blogger.