একমাত্র রাশিয়াই পারে আমেরিকাকে ধ্বংস করতে : মার্কিন সেনাপ্রধান

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিল্লেই রাশিয়ার পরমাণু সক্ষমতা সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বে একমাত্র রাশিয়াই পরমাণু বোমার সাহায্যে আমেরিকাকে ধ্বংস করে দিতে পারে। স্থানীয় সময় সোমবার মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে শুনানির সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
শুনানিতে জেনারেল মিল্লেই বলেছেন, ‘রাশিয়া হচ্ছে এমন এক হুমকি যার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে। সে কারণে এর ক্ষমতাও রয়েছে।’ তিনি আরো বলেছেন, ২০০৮ সালের পর থেকে রাশিয়া অত্যন্ত আগ্রাসীমূলক তৎপরতা চালাচ্ছে। এছাড়া, চীন ও উত্তর কোরিয়া ভিন্ন ভিন্নভাবে আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন জেনারেল মিল্লেই।
ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন সমর্থিত সেনাবাহিনী ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে মারাত্মক টানাপড়েন দেখা দেয়।

No comments

Powered by Blogger.