হিন্দুরাও গো-মাংস খায় : লালু

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন, হিন্দুরাও গোমাংস খায়। তার মতে, ‘গরুর গোশত খাওয়ার ইস্যুকে সাম্প্রদায়িক চেহারা দেয়ার চেষ্টা করছে আরএসএস–বিজেপি।
সম্প্রতি ভারতের দাদরি এলাকায় এক মুসলিম বাড়ির ফ্রিজে গরুর গোশত আছে, এমন অভিযোগ তুলে বাড়িওয়ালকে নির্মমভাবে হত্যা করে উগ্র হিন্দুরা। এ প্রেক্ষাপটে লালু এ মন্তব্য করলেন।
তিনি বলেন, ‘হিন্দুদের মধ্যেও কেউ কেউ গোমাংস খায়। অনাবাসী ভারতীয়রাও।’
তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপি–র বিতর্কিত নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং। তিনি হুমকি দিয়েছেন, লালু তার মন্তব্য ফিরিয়ে না নিলে মামলা করবেন।
বিহারের হাজিপুরে আজ ছেলে তেজস্বীর হয়ে প্রচারে গিয়েছিলেন রাজদ প্রধান। সেখানে দাদরির ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে লালু এ–ও বলেন, গোমাংস নিষিদ্ধ করার কথা বলে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে বিজেপি।
লালুর বক্তব্য, যারা মাংসাশী, তারা গরুর মাংস খেল না পাঁঠার, তাতে কী এসে যায়? তিনি নিজে মাংস খাওয়ার পক্ষে নন। লালুর দাবি, ‘সংস্কৃতিসম্পন্ন ব্যক্তিরা আদৌ মাংস খান না! খাওয়া উচিতও না, কারণ, তা অজস্র রোগের বাসা’!

No comments

Powered by Blogger.