আল-আকসা রক্ষায় অস্ত্র হাতে তুলে নিন: হামাস

সশস্ত্র হামাস যোদ্ধা
ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাত থেকে পবিত্র আল-আকসা মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিনি জনগণকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সম্প্রতি পবিত্র এই মসজিদকে কেন্দ্র করে ইসরাইল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে এ আহ্বান জানালো হামাস।
হামাস নেতা মাহমুদ জাহার এক সাক্ষাৎকারে বলেছেন, আল-আকসা মসজিদে নিয়ে ইসরাইলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন রুখে দেয়ার একমাত্র পথ হচ্ছে পশ্চিম তীর ও জেরুজালেমের অধিবাসীদের অস্ত্র হাতে তুলে নেয়া। মাহমুদ জাহারের ওই সাক্ষাৎকার হামাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ এলাকায় ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সেখানে দফায় দফায় ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।
এ সম্পর্কে মাহমুদ জাহার বলেন, পশ্চিম তীরে বিপুল জনশক্তি রয়েছে যাদেরকে যেকোনো সময় সংগঠিত করা যায়। তিনি বলেন, দখলদার ও অবৈধ বসতি স্থাপনকারীরাও এখন পর্যন্ত অস্ত্রকেই প্রধান রক্ষাকবচ হিসেবে বিবেচনা করে।

No comments

Powered by Blogger.