প্লুটোর ভৌগোলিক গঠন বৈচিত্র্যময়

এবার বামন গ্রহের তালিকায় থাকা প্লুটোর ভৌগোলিক বৈচিত্র্য সংবলিত ছবি পাঠাল নিউ হোরাইজন। সম্প্রতি নাসার এ পরমাণু শক্তিচালিত মহাকাশ যানটি কিছু উচ্চ রেজ্যুলেশন সম্পন্ন ছবি প্রেরণ করেছে। ছবিতে দেখা গেছে প্লুটোর উপরিভাগে উঁচু-নিচু পাহাড়, বালু, ভাসমান বরফখণ্ড ও বরফের আস্তরণ বিদ্যমান। এর ফলে বিজ্ঞানীদের গবেষণার তালিকা থেকে প্রায় বাদ পরা এ গ্রহটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
খবর এএফপির। সাউথ ওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউটের প্রধান অবেক্ষক অ্যালান স্টার্ন বলেন, প্লুটোর ব্যতিক্রমী ভূমিরূপ এবং জটিল পদ্ধতিগুলো সৌরজগতের যে কোনো গ্রহ থেকে আলাদা। নাসার এ আবিষ্কার প্লুটো সম্পর্কে আমাদের সম্যক ধারণা দেবে বলে আশা করছেন তিনি। এছাড়া সৌরজগতের শেষপ্রান্তে কী আছে, তাও জানা যাবে। নাসা জানায়, ২০১৬ সালের শেষ পর্যন্ত প্লুটোর ছবি পাঠাবে নিউ হোরাইজন। তারা আরও বলেন, আগামী সপ্তাহে প্লুটোর চাঁদখ্যাত চ্যারন, নিক্স ও হাইড্রার ছবি প্রকাশ করবে যানটি।

No comments

Powered by Blogger.