৮০০ বাঁধ তৈরি হবে পশ্চিমবঙ্গে!

পশ্চিমবঙ্গে ৮০০ বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববার কলকাতাভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টালের খবরে বলা হয়, বৃষ্টির পানি আটকে সারা বছর সেই পানি সরবরাহ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর অংশ হিসেবে ৮০০ টি বাঁধ নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”আমাদের সরকার ‘জলতীর্থ’ নামে একটি পরিবেশ-বান্ধব প্রকল্প তৈরি করছে”। এই প্রকল্পের মাধ্যমে সারা বছর পানি পাওয়া যাবে ও কৃষিকাজে কোনো সমস্যা হবে না বলে উল্লেখ করেছেন তিনি। চার জেলায় প্রথমে এই প্রকল্প শুরু হচ্ছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শুরু হচ্ছে এই প্রকল্প। এই প্রকল্প ভূমিক্ষয় রোধ করবে। এতে বাড়বে ফলন, মাছ চাষের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। পশ্চিমবঙ্গে মোট ৩২,০০০ হেক্টর জমি ফলনশীল। চার হাজার কৃষক এতে উপকৃত হবে। এই স্কিমে রাজ্য সরকার মোট ৫০০ কোটি রুপি খরচ করতে চলেছে।

No comments

Powered by Blogger.