মিসরে মন্ত্রিসভার পদত্যাগ

গোটা মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করলেন মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব। দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে বলা হয়, এরই মধ্যে প্রেসিডেন্ট আবদে ফাত্তাহ আল-সিসি পদত্যাগপত্র গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য তেলমন্ত্রী শেরিফ ইসমাইলকে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত পুরান মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনেরও নির্দেশ দিয়েছেন তিনি। বিবৃতিতে তাদের পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে মিসরের এক সরকারি কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়,
এ রদবদলের মধ্য দিয়ে সরকার থেকে ‘দুর্নীতির রক্ত বিশুদ্ধকরণের’ কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে। সপ্তাহখানেক আগে দুর্নীতির অভিযোগে মিসরের কৃষিমন্ত্রীকে গ্রেফতার করা হয়। আগামী মাসে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইলকে নিয়োগ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সিসি নেতৃত্বাধীন সেনাবাহিনী মিসরের ক্ষমতা থেকে মুসলিম ব্রাদারহুড নেতা এবং সেসময়কার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে। পরে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন সিসি।

No comments

Powered by Blogger.