মিসরের মন্ত্রিসভার আকস্মিক পদত্যাগ

পদত্যাগী প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলাব
তেলসম্পদমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট সিসি
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি শনিবার প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলাবের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে আল-জাজিরা জানিয়েছে। কেবল প্রধানমন্ত্রী নন- শনিবার হঠাৎ করেই পদত্যাগ করেছে দেশটির গোটা মন্ত্রিসভা। পরে সাবেক তেলসম্পদমন্ত্রীকে এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে বলা হয়েছে। প্রেসিডেন্ট সিসির দপ্তর থেকে প্রচারিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে মন্ত্রিসভা কেন পদত্যাগ করেছে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে। ধারণা করা হচ্ছে, সর্বসাম্প্রতিক এক দুর্নীতি কেলেঙ্কারির কারণেই মিসরে মন্ত্রিসভার রদবদল করা হচ্ছে। ওই দুর্নীতির ঘটনায় সোমবার কৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। তেলসম্পদমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট সিসি এ দিকে প্রেসিডেন্ট সিসি বলেছেন, নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার আগ পর্যন্ত কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন পুরনো মন্ত্রিসভার সদস্যরা। প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যূত করার কিছুদিন পর থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইব্রাহিম। মুরসির আমলে ২০১২ সালে ইসমাইল ও তার অন্য চার মন্ত্রীর বিরুদ্ধে ইসরায়েলের কাছে বাজার দরের চাইতে কম দামে গ্যাস বিক্রির অভিযোগ আনা হয়েছিল। চলতি মাসের ফেব্রুয়ারি নাগাদ ওই অভিযোগ থেকে বেকসুর খালাস পান ওই চারজন।

No comments

Powered by Blogger.