বিশ্বের ‘দ্বিতীয় বাস-অযোগ্য’ শহর ঢাকা

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য নগরীর তালিকায় এবারও একেবারে নীচের দিকে রয়েছে ঢাকা। বিশ্বের মোট ১৪০টি শহরের মধ্যে ১৩৯ তম স্থানটি ঢাকার। সে হিসেবে বিশ্বের দ্বিতীয় বাস-অযোগ্য শহরটি হচ্ছে ঢাকা। গত বছরও এ স্থানেই ছিল ঢাকা। অপরদিকে তালিকার শীর্ষস্থান এবারও দখলে রেখে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের স্বীকৃতি পেয়েছে। বিশ্বের ১৪০টি শহরের ওপর গবেষণা চালিয়ে বৈশ্বিক বসবাসযোগ্যতা জরিপ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ)। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করেছে তালিকার সর্বশেষ স্থান। বেশ কিছু বিষয়বস্তুর ওপর ভিত্তি করে জরিপ চালিয়েছে ইআইইউ। এর মধ্যে রয়েছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। তালিকার সবচেয়ে প্রথম স্থানটি দখলে গেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ঘরে। টানা পাঁচবার বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে নাম লেখালো মেলবোর্ন। তালিকার শীর্ষ ১০টি শহরের মধ্যে ৩টিই অস্ট্রেলিয়ান শহর। গত বছরের মতো এবারও দ্বিতীয় স্থান দখল করেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর রয়েছে কানাডার ভ্যাঙ্কুভার। তবে ২০১১ সালের আগে শীর্ষস্থান ছিল ভ্যাঙ্কুভারের দখলে। ইআইইউ-এর বৈশ্বিক বসবাসযোগ্যতা জরিপ অনুযায়ী, ১৩টি দেশের অবস্থান অব্যাহতভাবে তালিকার সর্বনিম্বভাগে রয়েছে। তালিকার এ অংশটিতে রেটিং ৫০ শতাংশর নিচে আর বসবাস সম্বন্ধীয় বিষয়গুলোও মারাত্মকভাবে সীমিত। এ ১৩ টি দেশের সবগুলোই মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার। সহিংসতা, অপরাধ প্রবণতা, জনবিদ্রোহ, সন্ত্রাসবাদ বা যুদ্ধ-এ বিষয়গুলো এসব শহরগুলোতে মূখ্য ভূমিকা পালন করেছে। দামেস্ক ও ঢাকা ছাড়া সবথেকে বসবাস অযোগ্য শহরগুলোর তালিকায় বাকি শহরগুলো হলো, আবিদজান (আইভোরি কোস্ট), ত্রিপোলি (লিবিয়া), দৌয়ালা (ক্যামেরুন), হারারে(জিম্বাবুয়ে), আলজিয়ার্স (আলজেরিয়া), করাচি (করাচি), লাগোস (নাইজেরিয়া) ও পোর্ট মোরেসবাই (পাপুয়া নিউ গিনি)। তালিকার ওপরে সবথেকে বসবাসযোগ্য শহরের তালিকায় রয়েছে মেলবোর্ন (অস্ট্রেলিয়া), ভিয়েনা (অস্ট্রিয়া), ভ্যাঙ্কুভার (কানাডা), টরোন্টো (কানাডা), অ্যাডেলেইড (অস্ট্রেলিয়া), ক্যালগেরি (কানাডা), সিডনি (অস্ট্রেলিয়া), হেলসিঙ্কি (ফিনল্যান্ড), পার্থ (অস্ট্রেলিয়া) ও অকল্যান্ড (নিউজিল্যান্ড)

No comments

Powered by Blogger.