মঙ্গোলিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ

মঙ্গোলিয়ায় পরিকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য ১০০ কোটি ডলারের অর্থ সাহায্য করবে ভারত। ত্রিদেশীয় সফরের চীন সফর শেষ করে মঙ্গোলিয়ায় গিয়ে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার মঙ্গোলিয়ায় ১৪টি চুক্তি স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃষি, শক্তির পুনর্ব্যবহার ও স্বাস্থ্যবিষয়ক চুক্তি। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর মোদি বলেন, ‘ভারতের অ্যাক্ট ইস্ট নীতির গুরুত্বপূর্ণ অংশ মঙ্গোলিয়া। তাই দু’দেশের উন্নয়নের লক্ষ্যে কূটনৈতিক স্তরে আলোচনার প্রয়োজন ছিল। তা হয়েছে।’ তিনি বলেন, ‘শান্তি ও প্রগতির লক্ষ্যে ভারত ও মঙ্গোলিয়া হাতে হাত মিলিয়ে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ মঙ্গোলিয়ায় এ বছর স্বাধীনতার ২৫ বছর পূর্তি রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বী মঙ্গোলিয়ায় গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত।
মঙ্গোলিয়ায় গিয়ে ভারতের সঙ্গে সেদেশের মৈত্রীর সম্পর্কের কথাই ফের একবার মনে করিয়ে দেন মোদি। মঙ্গোলিয়ার সংসদে ভাষণ দেন মোদি। ছুটির দিন হওয়া সত্ত্বেও রোববার তার সম্মানে বিশেষ অধিবেশন ডাকা হয়। পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘মঙ্গোলিয়ার গণতন্ত্রের ২৫ বছর পূর্তিতে পার্লামেন্টে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে। এ দেশ মনে করিয়ে দেয় পৃথিবী আসলে কতটা সুন্দর।’ মোদি-ই প্রথম ভারতীয় যিনি প্রধানমন্ত্রী হওয়ার পর মঙ্গোলিয়া সফরে গেছেন। মঙ্গোলিয়ায় গন্দন তেগচিলেন মনাস্ট্রি ঘুরে দেখেন নরেন্দ্র মোদি। রোববার সেখানকার চিফ অ্যাবট হাম্বা লামা-র হাতে একটি বোধি গাছের চারা উপহার হিসেবে তুলে দেন তিনি। সেখানেই ভগবান বুদ্ধের প্রতি উৎসর্গকৃত গির মন্দিরে যান মোদি। হাম্বা লামা মোদির হাত ধরে তাকে বজরা তারা মন্দিরে নিয়ে যান। সেখানে প্রণাম জানিয়ে ওই মন্দিরেরই পবিত্র গ্রন্থাগার ঘুরে দেখেন মোদি। জনরাইসাগ মনাস্ট্রিও পরিদর্শন করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.