সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চাই -তাবিথ আউয়াল

সিটি নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার জোর দাবি জনিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুরের রায়েরবাজার সিটি করপোরেশন মার্কেটে গণসংযোগের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানান তিনি। আগামী ২৬শে এপ্রিলের আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে তাবিথ আউয়াল বলেন, আমরা এখনও আশ্বস্ত হতে পারছি না। সেনাবাহিনী দৃশ্যমান হতে হবে। আর নির্বাচনের সময় অবশ্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার (বিচারিক ক্ষমতা) দিতে হবে। যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। তিনি অভিযোগ করেন, প্রার্থীদের নিরাপত্তা নেই। প্রতিদিনই ২০ দলীয় জোটের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। পাশাপাশি সরকারদলীয় লোকজন হুমকি দিচ্ছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে তিনবার হামলা করা হয়েছে। এ সময় তিনি খালেদা জিয়ার ওপর ফের হামলার আশঙ্কা করে তার ও দলের প্রার্থী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। ২০ দল সমর্থিত ‘বাস’ মার্কার এই মেয়র প্রার্থী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতই হুমকি দেয়া হোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট নির্বাচনে এসেছে। জনগণের রায় নিয়ে নির্বাচিত হলেই এসব হুমকির প্রকৃত জবাব দেয়া হবে। রায়ের বাজারের এই সিটি করপোরেশন মার্কেট থেকে গণসংযোগ শুরুর সময় মেয়র প্রার্থীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধান নির্বাচন সমন্বয়ক ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জোটের শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাবেক এমপি শাহ মো. আবু জাফর, হাবিবুল ইসলাম হাবিব, হাবিবুর রহমান হাবিব ও হেলেন জেরিন খানসহ ২০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুরে পুলপাড় জামে মসজিদ এলাকা থেকে ‘বাস’ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শুরু করেন তাবিথ আউয়াল। প্রার্থী আসার আগেই মসজিদ এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটে। বিভিন্ন গলি থেকে শ’ শ’ মানুষের কয়েকটি মিছিল এসে সেখানে সমবেত হয়। তারা মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ‘বাস’ ও স্থানীয় ২০ দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের স্ব-স্ব মার্কায় স্লোগান দেন। পরে তাবিথ আউয়াল পূর্ব রায়ের বাজার, রাজমুশরী, উত্তর সুলতানগঞ্জ, জাফরাবাদ, রায়েরবাজার, বিবির বাজার, পশ্চিম ধানমন্ডি, মহম্মদী হাউজিং সোসাইটি, কাটাসূর, গ্রাফিক আর্ট কলেজ, বাঁশবাড়ী, তাজমহল রোড, জহুরী মহল্লা, নূরজাহান রোড, রাজীয়া সুলতানা রোড, জাকির হোসেন রোড, লালমাটিয়া, আসাদ এভিনিউ, মগবাজার, চৌরাস্তা মসজিদ, দিলুরোড, নিউ ইস্কাটন, নয়াটোলা, মিরবাগ-মধুবাগ, মগবাজার ওয়ারলেস কলোনি পথচারী, দোকানিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এ ছাড়া ৩৪, ৩৩, ২৯, ৩১, ৩২, ৩৫, ৩৬ এবং ২০নং ওয়ার্ডে কয়েকটি পথসভা করেন তিনি। সেসব পথসভায় তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডে আদর্শ ঢাকা আন্দোলন ও ২০ দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। নিজের বাস প্রতীকের পাশাপাশি কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি।
ক্যাম্পেইন অফিস পরিদর্শনে বৃটিশ হাইকমিশনার
এদিকে বেলা সাড়ে ১১টায় বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী ক্যাম্পেইন অফিস (রেগনাম টাওয়ার, ১৯১/বি, তেজগাঁও গুলশাল লিংক রোড) পরিদর্শন করেন। প্রার্থী তাবিথ আউয়ালের ছোট ভাই তাফসির আউয়াল বৃটিশ হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার তার কাছে নির্বাচনের সার্বিক বিষয় খোঁজ-খবর নেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশা ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.