বিমান নাকি ট্রেন, ৬০৩ কি.মি. গতি তুলে বিশ্বরেকর্ড

পাখি না বিমান, কি বলবেন একে! এইমাত্র শুধু দেখলেন একটি দীর্ঘ অবয়ব। আর মুহূর্তেই কোথায় যেন হাওয়া। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের কথা। জাপানের এ ট্রেনটি ঘণ্টায় ৬০৩ কিলোমিটার গতি তুলে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। একই সঙ্গে ট্রেনটি তার নিজের করা আগের রেকর্ডটি ভেঙেছে। গত বৃহস্পতিবার ট্রেনটি ঘণ্টায় ৫৯০ কিলোমিটার পর্যন্ত গতি তুলেছিল। আজ পরীক্ষামূলকভাবে মাউন্ট ফুজির কাছে ট্রেনটির গতি পরীক্ষা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। ম্যাগনেটিক লেভিটেশন বা সংক্ষেপে ম্যাগলেভ প্রযুক্তির এ ট্রেনের চলার জন্য কোন ধাতব ট্র্যাক বা রেলপথের প্রয়োজন হয় না। ঘর্ষণমুক্তভাবে চলার জন্য ট্রেনটি ব্যবহার করে বিদ্যুতায়িত চুম্বক এবং ট্র্যাকের ওপর ভেসে থেকেই দ্রুতবেগে ছুটতে থাকে। এক মুখপাত্র জানিয়েছেন, মাত্র ১০ দশমিক ৮ সেকেন্ডে ট্রেনটি ৬০০ কিলোমিটারের বেশি গতি তুলেছে। এ সময়ে ট্রেনটি ১ দশমিক ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

No comments

Powered by Blogger.