রিয়াল ৯ রোনাল্ডো ৫

শিরোনাম দেখে চমকে উঠবেন না, যা ঘটেছে তা কোনো মায়াবী বিভ্রম নয়। বাস্তব। রিয়াল মাদ্রিদের নয় গোলের মধ্যে পাঁচটিই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রোববার গ্রানাডার ওপর দিয়ে বেশ ভালো ধরনের ঝড় বয়ে গেল। ঝড়ের নাম আপনি ইচ্ছে করলে রিয়াল মাদ্রিদও রাখতে পারেন। আবার রোনাল্ডোও। পর্তুগিজ তারকার পাঁচ গোলে গ্রানাডা লণ্ডভণ্ড। রিয়াল জিতেছে ৯-১ গোলে। একটি গোল গ্যারেথ বেলের। দুটি করিম বেনজেমার। লা লীগার চূড়ায় বার্সেলোনা। তাদের চেয়ে ব্যবধান এক পয়েন্টে কমিয়ে আনে রিয়াল। রোববার রাতে সেল্টা ভিগোকে হারালে বার্সা ফের চার পয়েন্টের লিড নেবে। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন একটি শো’ই মঞ্চস্থ হয়েছে- রোনাল্ডো শো। পাঁচ গোল করার পথে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। ৩০ থেকে ৩৮- আট মিনিটেই হ্যাটট্রিক। রিয়ালের জার্সিতে, যা দ্রুততম।
ডিসেম্বরের পর প্রথম হ্যাটট্রিক এটি রোনাল্ডোর। দিয়েগো মাইঞ্জ গ্রানাডার দুঃস্বপ্ন আরও বাড়িয়ে দেন নিজেদের জালে বল পাঠিয়ে। ২৫ মিনিটে রিয়ালের গোল উৎসবের সূচনা করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। ৮৩ মিনিটে আত্মঘাতী গোলে গ্রানাডার শোচনীয় হার নিশ্চিত হয়। মাঝে ৫২ ও ৫৬ মিনিটে ফরাসি ফরোয়ার্ড বেনজেমার লক্ষ্যভেদ বাদ দিলে পুরোটা সময় ছড়ি ঘুরিয়েছেন রোনাল্ডো। ৩০, ৩৬, ৩৮, ৫৪ ও ৮৯ মিনিটে গোল করেন তিনি। গ্রানাডার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোল করেন রবার্ট ইবানেজ। পায়ের ইনজুরি থেকে সেরে উঠে দু’মাস পর প্রথম মাঠে নামেন কলম্বিয়ান বিশ্বকাপ তারকা জেমস রদ্রিগেজ। তার বাঁ-পায়ের চমৎকার পাসেই রোনাল্ডো নিজের প্রথম গোল করেন। রোনাল্ডো পাঁচ গোলের সুবাদে লা লীগার টপ স্কোরার এখন। ছাড়িয়ে গেছেন মেসিকে। ২৬ ম্যাচে রোনাল্ডোর গোল ৩৬। মেসি ৩২ গোল করেছেন ২৮ ম্যাচে। অবশ্য রোববার রাতেই নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.