ভাইয়ের জন্য ভাই

ভাইয়ের জন্য ভাই, এটাই স্বাভাবিক। সুতরাং, ছোট ভাই উমর আকমলের পক্ষে ব্যাট করবেন বড় ভাই কামরান আকমল, এতে অবাক হওয়ার কী আছে। আসন্ন বাংলাদেশ সফরে শৃংখলাজনিত কারণে পাকিস্তান দলে রাখা হয়নি উমর আকমলকে। এজন্য টিম ম্যানেজম্যান্টের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ কামরান আকমল। যিনি আগেই বাদ পড়েছেন পাকিস্তান দল থেকে। তার কথায়, ‘বিশ্বকাপে ফ্লপ হয়েছে গোটা দল। আর বলির পাঁঠা বানানো হয়েছে আমার ভাইকে।’ আসন্ন বাংলাদেশ সফরে টেস্ট, ওয়ানডে ও টি ২০ কোনো দলেই রাখা হয়নি উমর আকমলকে।
কামরানের অভিযোগ, অক্রিকেটীয় কারণে তার ভাইয়ের ক্যারিয়ার ধ্বংস করা হচ্ছে। বিশ্বকাপে সাত ম্যাচে ২৭.৩৩ গড়ে মাত্র ১৬৪ রান করেন উমর। পাকপ্যাশনকে দেয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল বলেন, ‘হুট করে কাউকে বাদ দেয়া ভালো সিদ্ধান্ত নয়। খেলোয়াড়দের ঠিকঠাকমতো সামলেই কেবল ভালো দল গড়ে তোলা যায়। উমরকে বলির পাঁঠা বানানো মোটেও উচিত হয়নি।’ উমর আকমল ও আহমেদ শেহজাদ শৃংখলাজনিত কারণে দল থেকে বাদ পড়েছেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে। উমরকে তিন ফরম্যাটের দল থেকেই ছেঁটে ফেলা হলেও, শেহজাদ টি ২০ দলে রয়েছেন। ভাইয়ের পক্ষ নিয়ে কামরান বলেন, ‘উমর দলের স্বার্থে কোনো অভিযোগ ছাড়াই স্বেচ্ছায় আপোষ করতে প্রস্তুত ছিল। এভাবে ভালো খোলোয়াড় তৈরি করা যায় না। এভাবে ভালো খেলোয়াড় শুধু ধ্বংস করা যায়।’ ২০১০ সালে পাকিস্তানের হয়ে শেষবার টেস্ট ম্যাচ খেলা কামরান মনে করেন, ১০/১৫ বছর উমর আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণ করবেন। এ নিয়ে তার কোনো সন্দেহ নেই। একেই বলে ভাইয়ের জন্য ভাইয়ের দরদ। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.