ডিম হামলাকারীকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে অজ্ঞাত এক ডিম হামলাকারীকে খুঁজছে পুলিশ। স্থানীয় একটি পানশালার বাইরে এক নারী ও তার বন্ধুদের লক্ষ্য করে ট্রাক থেকে ডিম ছুড়ে মারেন ওই ব্যক্তি। তার নিক্ষিপ্ত একটি ডিমের আঘাতে অচেতন হয়ে যান ওই নারী। ডিমটি সজোরে তার কানের পাশে লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। অচেতন নারীকে তার বন্ধুরা পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। ওই নারীর পরিচয় ও তার বর্তমান শারীরিক অবস্থা প্রাথমিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই পানশালার এক কর্মচারীর গায়েও একটি ডিম লাগে। তবে তিনি আহত হননি। মঙ্গলবার ওই নারী তার কয়েক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় চলন্ত একটি ট্রাক থেকে বেশ কয়েকটি ডিম নিক্ষেপ করেন ওই ব্যক্তি। এ তথ্য দিয়েছে সিয়াটল পুলিশ। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিশেষজ্ঞরা বলছেন, মাথায় ডিম বা টেনিস বলের আঘাতে এর আগে হালকা থেকে মারাত্মক আহতের ঘটনা ঘটেছে। এমনকি মাথায় গুরুতর আঘাতে মৃত্যুর ঘটনার নজিরও রয়েছে। সিয়াটল পুলিশ বলছে, প্রত্যক্ষদর্শীরা ওই ট্রাকটি দেখেছেন এবং তারা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছেন। ডিম হামলাকারীকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

No comments

Powered by Blogger.