আফগানিস্তানে সেনা অবস্থান দীর্ঘ হবে : যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার পুনর্বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটিতে তালেবান বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ায় মার্কিন সৈন্যরা দীর্ঘমেয়াদে অবস্থান করতে পারে। কাবুল সফররত নতুন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এসব কথা বলেছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার কয়েকদিন পর তার এই প্রথম বিদেশ সফরে অ্যাশটন কান্দাহার বিমান ঘাঁটিতে সিনিয়র কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
কান্দাহার বিমান ঘাঁটিতে মার্কিন বিশেষ বাহিনী ও উপদেষ্টারা অবস্থান করেন এবং এখানে মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান ছিল। শনিবার কাবুলে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠককালে অ্যাশটন এটি পরিষ্কার করেন, প্রেসিডেন্ট ওবামার প্রশাসন কান্দাহার থেকে সৈন্য প্রত্যাহারের একটি পরিকল্পিত সময়সূচি মন্থর করে আনার কথা বিবেচনা করছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তানে অবস্থানরত দশ সহস্রাধিক মার্কিন সৈন্যের সংখ্যা পাঁচ হাজার পাঁচশতে কমিয়ে আনা হবে এবং ওবামার মেয়াদ শেষ হওয়ার সময় অর্থাৎ দুই বছর সময়ের মধ্যে সব সৈন্য প্রত্যাহার করা হবে। চলতি বছরের মধ্যে কান্দাহার থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেয়ার কথা।

No comments

Powered by Blogger.