আবারও বাজারে এল সোনিয়ার সেই বিতর্কিত আত্মজীবনী লাল শাড়ি

দীর্ঘ ১০ বছর অঘোষিত নিষেধাজ্ঞায় থাকার পর ভারতে আবারও প্রকাশিত হল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জীবনী ভিত্তিক বিতর্কিত বই ‘দ্য রেড শাড়ি’ (লাল শাড়ি)। স্প্যানিশ লেখক জাভিয়্যের জোরোর লেখা এ বইটি সাত বছর আগে প্রথম প্রকাশ পায় স্পেনে। ‘দ্য রেড শাড়ি : হোয়েন লাইফ ইজ দ্য প্রাইস অব পাওয়ার’ শিরোনামের বইটি প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালে। স্পেন, ফ্রান্স, ইতালি, ডেনমার্কসহ কয়েকটি দেশে এ পর্যন্ত বইটির তিন লাখের বেশি কপি বিক্রি হয়। ২০১০ সালে ভারতে বইটির ইংরেজি ভার্সান প্রকাশিত হয় রোলি বুকস প্রকাশনা থেকে। সেই সময় কংগ্রেসের বিরোধিতায় বাজার থেকে তুলে নেয়া হয়েছিল বইটি। এর বিরুদ্ধে বইটির লেখক মোরো আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানো হয়। আমি মনে করি বইটি প্রকাশ করতে কারও অনুমতি নেয়ার প্রয়োজন নেই।’ ইন্টারন্যাশনাল বিজনেজ নিউজ, ডিএনএ,
এনডিটিভি। ২০১৪ সালে দিল্লিতে ক্ষমতা হস্তান্তরের পর ২০১৫ সালে ফের বইটি ভারতে প্রকাশের উদ্যোগ নেয় রোলি বুকস। যদিও বইটির লেখক মোরোর দাবি- ২০১০ সালেও বইটি নিষিদ্ধ করা হয়নি। বরং প্রকাশকদের ভয় দেখানো হয়েছিল। বইয়ে মিসেস গান্ধীর ইতালিতে থাকাকালীন জীবনযাপনের যে বর্ণনা রয়েছে সে বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তার আইনজীবী। মোরোর মতে, এই আপত্তি অবান্তর। তিনি বলেন, মিসেস গান্ধীর জীবনীতে তো এটা লেখা সম্ভব নয় যে তিনি ভারতে জন্মেছিলেন। কংগ্রেসের অভিযোগ, জ্যাভিয়ের মোরো তার বইয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু- এই দুই বিশেষ মুহূর্তে সোনিয়া গান্ধীর অবস্থার বর্ণনা দিয়ে কল্পিত সংলাপ জুড়ে দিয়েছেন। বইয়ে লেখা হয়েছে, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী সরকারের দায়িত্ব নেয়ার ঘোষণা দিলে তা সোনিয়া গান্ধীর কাছে ‘ফাঁসির আদেশ’ বলে মনে হয়েছিল। সোনিয়া গান্ধী চিৎকার দিয়ে বলেছিলেন, ‘ওরা তোমাকে মেরে ফেলবে, ওরা তোমাকে মেরে ফেলবে!’

No comments

Powered by Blogger.