ফ্রান্সে এবার বোমাতংক, জিম্মিভয়

ফ্রান্সের রাজধানী প্যারিসে এবার বোমা হামলা আতংকে একটি রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে হামলার জের কাটতে না কাটতেই শুক্রবার প্যারিসের গ্যারে ডি ইস্ট স্টেশনের এ হামলার হুমকি দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পূর্ব সতর্কতা হিসেবে রেলস্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে। গ্যারে ডি ইস্ট প্যারিসের অন্যতম প্রধান রেলস্টেশন। এটি পূর্ব প্যারিস ও ফ্রান্সের পূর্বাঞ্চলের বাসিন্দাদের সেবা দিয়ে থাকে। এদিকে আবারও জিম্মির ঘটনা ঘটেছে ফ্রান্সে। শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে একটি শহরে দু’জনকে জিম্মি করার কিছুক্ষণ পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে। তারা দু’জনেই সুস্থ আছেন। অস্ত্রধারী ও জিম্মিকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের এই শহরের একটি পোস্ট অফিসে এই ঘটনা ঘটে। জিম্মির ঘটনা ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ওই পোস্ট অফিস ঘিরে ফেলে পুলিশ। পোস্ট অফিস ভবনের ওপর দিয়ে নিরাপত্তাবাহিনীর হেলিকপ্টার মহড়া শুরু করে। ফরাসি গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, শার্লি হেবদো ঘটনার পর থেকে বোমা, গুলি, চোরাগোপ্তা হামলা আর জিম্মি ভয়ে ভীত ফরাসিরা এখন একপ্রকার ঘরবন্দি জীবনযাপন করছে। এদিকে সন্ত্রাসবিরোধী অভিযানে প্যারিসে ১২ জনকে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি হেবদো এবং একটি বিপণি কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহতের পর এ অভিযান শুরু করেছে পুলিশ। ফরাসি টেলিভিশন চ্যানেল আইটেলি জানিয়েছে, মন্ট্র–গ, গ্রিগনি, চ্যাটিনেই-মালাব্রি,
ইপিনেই-সুর-সিনি ও ফ্লিউরি-মারওগিস শহরে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। বুধবার শার্লি হেবদোর প্যারিস কার্যালয়ে হামলা চালিয়ে সম্পাদক এবং চার কার্টুনিস্টসহ ১২ জনকে হত্যা করে জঙ্গিরা। মহানবীকে নিয়ে আপত্তিকর কার্টুন ছাপানোর দায়ে ওই হামলা চালানো হয়। এরপর বৃহস্পতিবার দক্ষিণ প্যারিসে অপর এক হামলায় এক নারী পুলিশ নিহত হন। পরদিন শুক্রবার শহরের একটি বিপণি কেন্দ্রে চার জিম্মিকে হত্যা করে জঙ্গি সন্ত্রাসীরা। গত তিন দিনের অব্যাহত সহিংসতায় সব মিলিয়ে ১৭ জন প্রাণ হারায়। ১৯ হাজার ফরাসি ওয়েবসাইট হ্যাক : শার্লি হেবদোর ঘটনার পর এবার আক্রমণের শিকার হচ্ছে ফ্রান্সের ১৯ হাজার ওয়েবসাইট। হ্যাকাররা দেশটির সরকারি ও বেসরকারি অনেক ওয়েবসাইটকেই হ্যাক করছে বলে সম্প্রতি ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ধনী ব্যবসায়ী, ধর্মীয় সংগঠন, নগরপাল, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বস্তরের ওয়েবসাইটই এই আক্রমণের শিকার হচ্ছে। যুক্তরাষ্ট্র ‘দুঃখের ভাগীদার’ : ওঁলান্দকে কেরি : ফ্রান্সে গত সপ্তাহে ইসলামপন্থীদের ভয়াবহ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জন কেরি শুক্রবার বলেছেন, তার দেশ ফ্রান্সের দুঃখ- বেদনার ভাগীদার। এএফপি

No comments

Powered by Blogger.