মিশরে আইএসের সিরিজ হামলার দাবি: নিহত ২৭, আহত ৬৮

মিশরের উত্তর সিনাই ও সুয়েজ প্রদেশের কয়েকটি অঞ্চলে ৪টি জঙ্গি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই সেনা সদস্য। এ সিরিজ হামলায় আহত হয়েছে ৬৮ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসলামিক স্টেটের (আইএস) মিশরভিত্তিক শাখা এ সিরিজ হামলার দায় স্বীকার করেছে। গতকাল রাতে এ হামলাগুলো পরিচালিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর সিনাইয়ে সামরিক বাহিনীর সদরদপ্তর, সেনা ঘাঁটি ও হোটেল লক্ষ্য করে প্রথম বোমা হামলা চালানো হয়। সেখানে ২৫ জন নিহত ও কমপক্ষে ৫৮ জন আহত হয়। এর মধ্যে ৯ বেসামরিক নাগরিকও রয়েছেন। এরপর সন্দেহভাজন জঙ্গিরা রাফা অঞ্চলের একটি চেকপোস্টে সেনাবাহিনীর এক মেজরকে হত্যা করে ও ৬ জনকে আহত করে। এর আগে সুয়েজ শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। আল-আরিশের দক্ষিণে অবস্থিত এক চেকপোস্টে হামলায় ৪ সেনা সদস্য আহত হন। এদিকে মিশর সামরিক বাহিনীর ফেইসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের চাপে রাখতে সেনাবাহিনীর সফল অভিযানের জবাবে জঙ্গিরা এ সিরিজ হামলা চালিয়েছে। এদিকে সিরিজ হামলার পর সিনাই প্রদেশ নামে একটি টুইটার অ্যাকাউন্টে একের পর টুইট-বার্তা আসতে থাকে। ওই বার্তাগুলোতে হামলার দায় স্বীকার করে বার্তা দিয়েছে মিশরে অবস্থিত আইএসের শাখা-সংগঠন। মিশরের সবচেয়ে সক্রিয় জঙ্গি সংগঠন আনসার বাইত আল-মাকদিস গত বছর ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাদের নাম পরিবর্তন করে রাখে সিনাই প্রদেশ। সিনাইয়ে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে মিশর সরকারের লড়াই অব্যাহত রয়েছে। তবে ক্রমাগত জঙ্গি তৎপরতা বেড়ে চলায়, উদ্বেগে রয়েছে প্রশাসন।

No comments

Powered by Blogger.