সৌদি বাদশাহ সালমানের প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের স্থলাভিষিক্ত হওয়ার পর প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছেন তার সৎ-ভাই ও নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদ (৭৯)। এরই মধ্যে বাদশাহের পক্ষ থেকে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভা। সিংহাসনে আরোহণের এক সপ্তাহ পর এ ঘোষণা দিলেন সালমান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এদিকে পৃথক এক রাজ-অধ্যাদেশে আবদুল্লাহর ভাইয়ের পুত্র যুবরাজ বানদার বিন সুলতানকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব ও বাদশাহের উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। প্রয়াত বাদশাহের দুই পুত্র যুবরাজ মিশাল ও যুবরাজ তুর্কিকেও বরখাস্ত করা হয়েছে। যুবরাজ মিশাল মক্কা অঞ্চলের গভর্নর ছিলেন এবং যুবরাজ তুর্কি রাজধানী রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে ন্যাশনাল গার্ডের মন্ত্রী হিসেবে তার পদে বহাল রয়েছেন প্রয়াত আবদুল্লাহর পুত্র যুবরাজ মিতেব। সালমান ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। সংস্কৃতি ও তথ্য, যোগাযোগ ও তথ্য-প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে এসেছে পরিবর্তন। তেল বিষয়ক মন্ত্রী আলি আল-নুয়াইমি, পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সউদ আল-ফয়সাল ও অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে তাদের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

No comments

Powered by Blogger.