শুরুতেই প্রটোকল ভাঙলেন মোদি

রোববার ভারতীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে তিন দিনের সফরে ভারতে পৌঁছান বারাক ওবামা। নয়াদিল্লির কুয়াশা ঘেরা বিমান বাহিনীর স্টেশন পালামে স্ত্রী মিশেলকে নিয়ে এয়ারফোর্স ওয়ান থেকে নেমে আসেন ওবামা। নামামাত্রই প্রটোকল ভাঙেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মোদি। ওবামা নামতেই তাকে জড়িয়ে ধরেন। পরে ওবামাকে লাল কার্পেট অভ্যর্থনা জানানো হয়। প্রটোকল অনুযায়ী, অন্য কোনো রাষ্ট্রনেতাকে বিমানবন্দরে খোদ প্রধানমন্ত্রীর স্বাগত জানানোর রীতি নেই। কিন্তু ভারত-মার্কিন সম্পর্ক আরও পোক্ত করার বার্তা দিতে সেই প্রটোকল ভেঙে ফেললেন নরেন্দ্র মোদি। বিমানবন্দর থেকে বারাক ও মিশেল ওবামা পৌঁছান আইটিসি মৌর্য হোটেলে। সেখান থেকে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি। তার আগেই সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপতি ভবনে বারাক ওবামাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছাড়াও সস্ত্রীক ওবামাকে অভ্যর্থনা জানান মনোহর পারিকর, বেঙ্কাইয়া নাইডু, সুষমা স্বরাজ, অরুণ জেটলি এবং রাজনাথ সিং। ওবামার উদ্দেশে ২১ বার গান স্যালুট জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করার পর রাজঘাটের উদ্দেশ রওনা দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা অর্পণ করেন তিনি। ভিজিটর্স বুকে সই করেন। রাজঘাটে নিজের হাতে একটি চারাগাছ রোপণ করেন ওবামা। এই সফরে অসামরিক পরমাণু চুক্তি, প্রতিরক্ষা, পরিকাঠামো, তথ্য-প্রযুক্তি, অর্থনৈতিক সহায়তা এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক বেশ কয়েক ধাপ এগোবে বলে আশা রাখছে দু’পক্ষই।

No comments

Powered by Blogger.