চাঁপাই নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ভাঙচুরের অভিযোগ

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের রানীহাটি ইউনিয়নের চকবহরম এলাকায় যৌথবাহিনীর অভিযানের সময় আবারও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বিকালে জেলার বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে বিএনপি-জামায়াতের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অভিযান অব্যাহত থাকায় কতজনকে আটক করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। এদিকে অভিযানের পর চকবহরম এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুরের চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, বিকালে হঠাৎ করে অনেক পুলিশ এলাকায় এসে বাড়িঘরে ঢুকে পড়ে। এ সময় তারা এলাকার ৩-৪টি বাড়িতে তল্লাশি ও ভাঙচুর চালায়। স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলামের দুই মেয়ে জানান, আমরা বাড়িতে বসে পিঠা তৈরি করছিলাম। এ সময় হঠাৎ করে অনেক পুলিশ এসে আমাদের বাড়িতে ঢুকে পড়ে এবং বাড়ির পুরুষ সদস্যদের খুঁজতে থাকে। বাড়িতে কোন পুরুষ সদস্য নেই জানালেও তারা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে তারা আমাদের বাড়ির ফ্যান, টিভি, ল্যাপটপ ও জানালার কাচ ভাঙচুর করে। ইউপি সদস্য সফিকুল ইসলামের ছেলে জয় মোবাইলে জানান, আমাদেরসহ পার্শ্ববর্তী মাওলানা হাবিবুর রহমান, মাওলানা বাশির আলী ও আবদুর রাকিবের বাড়িতে পুলিশ তল্লাশি চালায় ও বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। তিনি আরও জানান, বাড়িতে কোন পুরুষ সদস্যকে না পেয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। মাওলানা হাবিবুর রহমানের পরিবার জানায়, পুলিশ অভিযান চালিয়েছে ভাল কথা, তাই বলে জিনিসপত্র ভাঙচুর করবে কেন? এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার বশির আহমেদ সাংবাদিকদের বলেন, অভিযানের সময় কোন বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেনি। আর অভিযান যেহেতু চলছে তাই গ্রেপ্তারের তথ্য এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তথ্য পাওয়া গেলে আপনাদের জানানো হবে। এর আগে গত ১৫ই জানুয়ারি শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযানের প্রথম দিনেও ভাঙচুরের অভিযোগ ওঠে যৌথবাহিনীর বিরুদ্ধে।

No comments

Powered by Blogger.