এখনও কৃষ্ণাঙ্গ বিড়ম্বনার শিকার ওবামা পরিবার

ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা। কিন্তু আজও কৃষ্ণাঙ্গ বিড়ম্বনায় পড়তে হয় তাকে। যুক্তরাষ্ট্রের শেকড়ে প্রথিত এ বর্ণবৈষম্য থেকে বাদ পড়েননি ফার্স্টলেডিও। বুধবার পিপল ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে সে অভিজ্ঞতাই তুলে ধরলেন ওবামা-মিশেল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হোটেলবয় ভেবে কফির অর্ডার দিয়েছিলেন একজন শ্বেতাঙ্গ। ওবামা বলেছেন, শুধু গায়ের রং কালো হওয়ার কারণেই তার সঙ্গে এ আচরণ করা হয়েছে। বুধবার পিপল ম্যাগাজিনের সঙ্গে একান্ত ব্যক্তিগত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। খবর দ্য ইনডিপেন্ডেন্টের। ওবামা বলেন, আমাকে ভুল করে ওয়েটার ভাবা হয়েছিল। ঘটনাটা ওবামার প্রেসিডেন্ট হওয়ার আগের।
তিনি বলেন, ‘আমার বয়সী কোনো কৃষ্ণাঙ্গ পুরুষ নেই যে পেশাদার। যে হোটেল থেকে বেরিয়ে তার অপেক্ষমাণ গাড়ির কাছে আসে না। কেউ তার হাতে গাড়ির চাবি তুলে দেয় না।’ বারাক ওবামার স্ত্রী ফার্স্টলেডি মিশেল ওবামা বলেন, তিনিও কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে এ ধরনের বিব্রতকর অভিজ্ঞতার সম্মুখীন হন। কোনো শপিংমলে গেলে ভুল করে কেউ মিশেলকেই শেল্ফ থেকে জিনিস দেখাতে বলে। তিনি বলেন, ‘লোকজন ভুলে যায় যে, আমরা ছয় বছর ধরে হোয়াইট হাউসে থাকছি।’ মিশেল বলেন, প্রেসিডেন্ট হওয়ার আগে তার কৃষ্ণাঙ্গ স্বামী ওবামা শিকাগোর দক্ষিণাঞ্চলে বসবাস করতেন। ট্যাক্সি ক্যাব নিয়ে ওবামা অনেক বিব্রতকর অভিজ্ঞতা মিশেলের সঙ্গে শেয়ার করেছেন। ওবামা বলেন, বর্ণবৈষম্য কিছুটা কমেছে। কিন্তু এখনও অনেক পথ হাঁটতে হবে।

No comments

Powered by Blogger.