‘তারা গুপ্তচর পরিবহন করছিল’

মালয়েশিয়ান বিমান ভূপাতিত করার কিছুক্ষণ পর ইউক্রেনের কর্তৃপক্ষ তিনটি টেলি-সংলাপ প্রকাশ করেছে। ইউক্রেন বলছে, এই টেলি কথোপকথন তিনটি রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিচ্ছিনতাবাদী নেতাদের এবং বিচ্ছিন্নতাবাদীদের নিজেদের কথোপকথন। তারা এই টেলি-সংলাপে একটি বেসামরিক বিমান ভূপাতিত করার পরিকল্পনা করছিলেন 

। ইউক্রেনের কর্তৃপক্ষ রাশিয়ান ভাষার এই টেলি-সংলাপ তিনটি ইউটিউবে প্রকাশ করেছে। বিবিসি’র প্রতিবেদনে এই ফোনালাপের ইংরেজি অনুবাদ প্রকাশ করা হয়েছে। তবে এগুলোর যথার্থতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কথোপকথন তিনটির বক্তব্য নিচে হুবহু উদ্ধৃত করা হলো। ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, প্রথম টেলি-সংলাপটি ছিল বিচ্ছিন্নতাবাদী নেতা আইগর বেজলার ও রাশিয়ার সেনা গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ভ্যাসিলিন গেরানিন।
বেজলার: খনির লোকেদের (বিচ্ছিন্নতাবাদীদের ছদ্ম নাম) একটি গ্রুপ একটু আগে একটি বিমান ভূপাতিত করেছে। সেটি ইয়েনাকিয়েভোর পেছনে বিধ্বস্ত হয়েছে।
কর্নেল গেরানিন: বিমান চালক। বিমান চালকেরা কোথায়?
বেজলার: খুঁজে দেখতে ও ছবি তুলতে মানুষ পাঠানো হয়েছে। ওখানে কেবল ধোঁয়া।
কর্নেল গেরানিন: কত মিনিট আগে?
বেজলার: প্রায় ৩০ মিনিট আগে।

দ্বিতীয় ফোনালাপে দুজন ব্যক্তির প্রথম জনকে ‘গ্রিক’ বলে সম্বোধন করা হয়। অপরজনকে বলা হচ্ছিল ‘মেজর’।
গ্রিক: হ্যাঁ, মেজর।
মেজর: চেরনুখিনোর ছেলেরা বিমানটা ভূপতিত করেছে।
গ্রিক: কে ভূপতিত করেছে?
মেজর: চেরনুখিনো রোডব্লক থেকে করা হয়েছে। কসাকরা চেরনুখিনোতে আছে।
গ্রিক: বলুন মেজর।
মেজর: পেরত্রোপাভলোভস্কায়ার কয়লা খনির কাছে আকাশেই বিমানটি আংশিক ভেঙে পড়েছে। প্রথম
নিহত কাউকে খুঁজে পাওয়া গেছে। একজন বেসামরিক ব্যক্তির লাশ।
গ্রিক: সেখানে কি পেলেন আপনারা?
মেজর: মূলত এটা ছিল একটি শতভাগ বেসামরিক বিমান।
গ্রিক: সেখানে কি অনেক মানুষ আছে?
মেজর: ধ্বংসাবশেষ খোলা জায়গায় পড়েছে।
গ্রিক: কি ধরনের বিমান সেটি?
মেজর: আমি এখনও এটি বের করিনি। কারণ আমি এখনও মূল ধ্বংসাবশেষের কাছে যাইনি। আমি শুধু খুঁজছি কোথায় প্রথম হতাহতদের শরীর পড়েছিল।
গ্রিক: কোন অস্ত্র আছে ওখানে?
মেজর: একেবারেই নেই। বেসামরিক মানুষের জিনিসপত্র। কিছু ওষুধপত্র, তোয়ালে, টয়লেট পেপার, ইত্যাদি।
গ্রিক: কোন কাগজপত্র?
মেজর: হ্যাঁ। একজন ইন্দোনেশিয়ান ছাত্রের। থম্পসন বিশ্ববিদ্যালয়ের।

তৃতীয় ফোনালাপে একজন যোদ্ধার সঙ্গে কথা বলছিলেন নিকোলাই কোজিতসিন নামের একজন কসাক সামরিক নেতা।
যোদ্ধা: স্লেঝনোয়-তোরেজ এলাকায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এটা একটি বেসামরিক বিমান। গ্রাবোভোর কাছেই এটি পড়েছে। এখানে বহু নারী ও শিশুর লাশ পড়ে আছে। কসাকরা সব কিছু দেখছে। টিভি’তে বলা হচ্ছে, এটা ইউক্রেনের এএন-২৬ পরিবহন বিমান। কিন্তু ওরা বলছে এটার গায়ে মালয়েশিয়ান এয়ারলাইন্স লেখা ছিল। এটা ইউক্রেনের ভেতর কি করছিল?
নিকোলাই কোজিতসিন:  এর মানে হলো, তারা গুপ্তচর পরিবহন করছিল। তাদের ওড়া উচিত হয়নি।
এখানে একটি যুদ্ধ চলছে।

No comments

Powered by Blogger.