আইসল্যান্ডে রোজা ২১.৫৭ ঘণ্টা

রমযান হল ইসলামিক বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, এ মাসে বিশ্বব্যাপী মুসলমানরা সাওম পালন করেন। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। পানাহার বর্জন করে রোজা রাখেন মুসলমানরা। ভৌগলিক কারণে রোজার সময় নিয়ে পার্থক্য হয় বিশ্বের বিভিন্ন দেশে। তবে সময়ের তারতম্যের কারনে সেহরী থেকে ইফতারে সময়ের পার্থক্য কোন কোন দেশে দ্বিগুণ সময়ে হয়ে থাকে। কয়েকটি দেশে অল্প সময়ের মধ্যে রোজা রেখেই ইফতার সারতে হয়। আবার কিছু দেশে লাগে দীর্ঘ সময়। এবার সবচেয়ে বেশি সময় রোজা থাকতে হবে আইসল্যান্ডের অধিবাসীদের। সেহরী থেকে ইফতার পর্যন্ত সময়কাল ২১.৫৭ ঘণ্টা। মানে ইফতার করে তার দুই ঘণ্টা পরেই আবার সেহরী করতে হবে। আর সবচেয়ে কম সময় ৯.৫৬ ঘণ্টা রোজা থাকতে হবে সিডনি, অস্ট্রেলিয়ায় অধিবাসীদের। সম্প্রতি ইংরেজি হাফিংটন পোস্ট রোজার সময় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় এ বছর আইসল্যান্ডের মুসলমানদের দীর্ঘ সময় নিয়ে রোজা রাখতে হবে। এছাড়াও দীর্ঘ সময়ের মধ্যে লন্ডনে রোজা রাখার সময় ১৮ ঘণ্টা ৫৩ মিনিট। জার্মানির বার্লিনে ১৯ ঘণ্টা ১ মিনিট। তৃতীয় স্থান হলো কানাডার টরন্টোতে দৈর্ঘ্য প্রায় ১৭ ঘণ্টা ১৪ মিনিট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দিনের দৈর্ঘ্য কমবেশি হয়ে থাকে। এ কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কার জুনিআউতে রোজার দৈর্ঘ্য ১৯ ঘণ্টা ৫১ মিনিট হলেও ডারবোর্নে তা ১৬ ঘণ্টা ৫৯ মিনিট। অন্যদিকে শিকাগোতে এ সময় ১৬ ঘণ্টা ৫৪ মিনিট এবং নিউ ইয়র্ক শহরে ১৬ ঘণ্টা ৪৩ মিনিট। আবার লস অ্যাঞ্জেলসে তা ১৫ ঘণ্টা ৪৮ মিনিট। এশিয়ার  দেশগুলোর মধ্যে ঢাকায় এবার রোজার দৈর্ঘ্য প্রায় ১৫ ঘণ্টা ৩ মিনিট। সৌদি আরবের মক্কায় সময় কিছুটা কমে দাড়িয়েছে ১৪ ঘণ্টা ৫৩ মিনিট। ব্রাজিলের রিওতে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য ১২ ঘণ্টা ৪ মিনিট। অস্ট্রেলিয়ার সিডনিতে এবার রোজার দৈর্ঘ্য মাত্র ৯ ঘণ্টা ৫৬ মিনিট। অন্যদিকে একই শহরে উচ্চতার কারনে ইফতার  সেহরীতে হেরফের রয়েছে। দুবাইয়ের আল বুর্জ খলিফায় নীচ তলা থেকে ১৬০ তলার বাসিন্দাদের ইফতারের ক্ষেত্রে ৩ মিনিট ব্যবধান রয়েছে। আবার সুর্যোদয়ের ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। উপর তলায় ৩ মিনিট আগে এবং নীচে তিন মিনিট পরে সকাল শুরু হয়।

No comments

Powered by Blogger.