পটিয়ায় মাদ্রাসার বার্ষিক সভায় প্রতিমন্ত্রী জাবেদ নাজেহাল

চট্টগ্রামের পটিয়ায় হেফাজতপন্থি একটি মাদ্রাসায় নাজেহাল হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আল-জামিয়া আল-ইসলামিয়া আরাবিয়াতুল জিরি মাদ্রাসার বার্ষিক সম্মেলনে সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন জাবেদ। একপর্যায়ে বক্তব্য বন্ধ করে পুলিশ প্রহরায় দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পটিয়ার জিরি মাদ্রাসার দু'দিনব্যাপী বার্ষিক সভার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। জুমার নামাজের পর শুরু হওয়া শেষ দিনের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে যান চট্টগ্রামের আনোয়ারা আসনের সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিকেল ৩টায় বক্তব্য দেওয়ার সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সরকারের গুণগান করেন তিনি। 'বর্তমান সরকার ইসলামবিরোধী নয়, প্রধানমন্ত্রী নিজেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন'_ এভাবে গুণগান করায় তার ওপর খেপে যায় কিছু মাদ্রাসা শিক্ষার্থী। উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের একটি অংশ তাকে নাস্তিক আখ্যায়িত করে 'নাস্তিকের দালালেরা, হুঁশিয়ার সাবধান'সহ নানা ধরনের উসকানিমূলক ও আপত্তিকর স্লোগান দেওয়ার পাশাপাশি হৈচৈ করতে থাকে। একপর্যায়ে প্রতিমন্ত্রী বক্তব্য বন্ধ করে দেন। এরপর তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। জানতে চাইলে ঘটনার বর্ণনা দিয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সমকালকে বলেন, 'এটি তেমন কিছু নয়। হুজুরের (আল্লামা শাহ মো. তৈয়ব) অনুরোধে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কিছু শিক্ষার্থী উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে বিভিন্ন স্লোগান দিতে থাকলে আমি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিয়েছি।'
তবে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা খোয়াইব বলেন, 'প্রতিমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় কিছু লোক হৈচৈ করেছে। এর বেশি কিছু ঘটেনি।' যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি পটিয়া থানার ওসি মফিজউদ্দিন। তবে অনুষ্ঠানে দায়িত্ব পালন করা থানার এসআই আনোয়ার হোসেন সমকালকে বলেন, 'প্রতিমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিতদের একটি অংশ তাকে উদ্দেশ করে স্লোগান দিতে থাকলে তিনি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন।'
মাদ্রাসার মহতামিম মুহতামিম আল্লামা শাহ মো. তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়ার হেফাজতপন্থি আরেক মাদ্রাসা আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মুফতি আবদুল হালিম বোখারি।

No comments

Powered by Blogger.