দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি

(সাম্প্রদায়িক হামলা) নির্বাচন-পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় দলমতের ঊধর্ে্ব উঠে দোষীদের চিহ্নিত করার মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে এ দাবি জানানো হয়। এ ছাড়া এসব প্রতিবাদ বিক্ষোভে ওঠে এসেছে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি এবং হামলা প্রতিরোধের আহ্বানও।
হিন্দু মহাজোট :সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু মহাজোট। অবস্থান ধর্মঘট-পরবর্তী পথসভায় অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জোটের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জয়ন্ত কুমার সেন, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মুখপাত্র পলাশ কান্তি দে, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আনন্দ বিশ্বাস, মানিক চন্দ্র সরকার, ডা. এমকে রায়, শশাঙ্ক রায়, গোপাল মিস্ত্রি প্রমুখ।
বক্তারা বলেন, কোনো সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবন ও সম্পদ রক্ষার কার্যকর ভূমিকা রাখেনি; বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার ইস্যু হিসেবে ব্যবহার করেছে। সে কারণে ভোট দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে হিন্দুদের ওপর হামলা হচ্ছে।
নারীমুক্তি কেন্দ্র :সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও নারীর ওপর নির্যাতনের বিরুদ্ধে গতকাল বিক্ষোভ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সীমা দত্ত, অর্থ

সম্পাদক বিউটি আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসানা বেগম লুনা, ঢাকা মহানগর কমিটির সদস্য সুস্মিতা রায় সুপ্তি প্রমুখ।
সর্বধর্মীয় সম্প্রীতি সভা :সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান-পাট ও উপাসনালয়ে হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সর্বধর্মীয় সম্প্রীতি সভা। গতকাল সংগঠনের আহ্বায়ক বিচারপতি আবদুর রউফ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. তপন ডি রোজারিও, অধ্যাপক সুকোমল বড়ূয়া ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
মাইনরিটি সংগ্রাম পরিষদ :সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ। মানববন্ধনে পরিষদ সভাপতি অধ্যক্ষ অশোক তরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক এসকে বাদল, কোষাধ্যক্ষ হরেন্দ্র নাথ মজুমদার, ডা. মোহন লাল হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে।
নতুনধারা বাংলাদেশ :সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নতুনধারা বাংলাদেশের জাতীয় কাউন্সিলে বক্তারা বলেছেন, বাংলাদেশকে কখনোই ধ্বংস হতে দেওয়া হবে না। সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশে সবাই মিলেমিশে স্বাধীনতার পক্ষে বাংলাদেশকে গড়ে তোলা হবে। সংগঠনের আহ্বায়ক মোমিন মেহেদীর সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, ফজলুল হক, ডা. আবুল কাশেম ভঁূইয়া, মাস্টার এমএ জলিল প্রমুখ।
যশোর জেলা সমিতি, ঢাকা :সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যশোরের অভয়নগরের মালোপাড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন করেছে যশোর জেলা সমিতি, ঢাকা। সমিতির আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মনোয়ার হোসেন, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, যশোরের মনিরামপুরের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মজিবুর রহমান, প্রকৌশলী বাচ্চু মিয়া প্রমুখ।

No comments

Powered by Blogger.