ফোনে আড়িপাতার অবসান ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০ কোটি ক্ষুদে বার্তা প্রতিদিন সংগ্রহ করে মার্কিন জাতীয় সংস্থা এনএসএ। বিশ্বের নানা প্রান্তের মানুষের এ ক্ষুদে বার্তা থেকে তথ্য, উপাত্ত সংগ্রহ করে নিজেদের কাজে ব্যবহার করতে সংস্থাটি এগুলো সংরক্ষণ করে রাখে। এমনকি তারা ব্রিটিশ যোগাযোগ ব্যবস্থার ওপরও কড়া নজরদারি করে আসছে। সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁসকৃত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গার্ডিয়ান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন এ বিষয়ে একটি বড় ধরনের নীতি ঘোষণা করতে যাচ্ছেন, ঠিক সে সময় এ প্রতিবেদন প্রকাশিত হলো। গতকাল শুক্রবারই প্রেসিডেন্ট বারাক ওবামার এনএসএর নজরদারি কার্যক্রমে বেশকিছু পরিবর্তন ও গোয়েন্দাগিরির যৌক্তিকতা তুলে ধরার কথা। একটি সূত্র জানায়, ফোনে আড়িপাতা কর্মসূচি বন্ধের ঘোষণা দিতে পারেন ওবামা। তবে এ জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে। খবর গার্ডিয়ান ও বিবিসি অনলাইনের। সর্বশেষ ফাঁস করা এনএসএ কর্তৃক ২০ কোটি ক্ষুদে বার্তা চুরির এ খবর প্রকাশে হৈচৈ পড়ে গেছে। খবরে বলা হয়, মুঠোফোনে চালাচালি হওয়া এসএমএস সংগ্রহ করে এনএসএ তা সংরক্ষণ করে থাকে। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের গোয়েন্দাদের এসব তথ্যের কিছুটা পাওয়ার সুযোগ রয়েছে। তবে এনএসএ বিবিসিকে জানিয়েছে, তারা আইনসম্মত উপায়ে ক্ষুদে বার্তা সংগ্রহ করেছে। তবে তাদের বিরুদ্ধে যে অবাধ ক্ষুদে বার্তা সংগ্রহের অভিযোগ তোলা হয়েছে, সেটা সঠিক নয়। এদিকে প্রসিডেন্ট বারাক ওবামা স্থানীয় সময় শুক্রবার এনএসএর নজরদারি কর্মসূচি নীতিমালার যৌক্তিকতা তুলে ধরার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.