মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের বৈঠক শান্তির আহবান

মিয়ানমারের জ্যেষ্ঠ বৌদ্ধ ধর্মীয় নেতারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। দুই দিনের বৈঠকের শেষ দিন গতকাল শুক্রবার যৌথ বিবৃতিতে তাঁরা এ আহবান জানান।
তবে বিবৃতিতে মুসলমানদের ওপর হামলার নিন্দা জানিয়ে কিছু বলা হয়নি। মিয়ানমারের সাম্প্রতিক ধর্মীয় সহিংসতা ও এতে কিছু বৌদ্ধ ভিক্ষুর অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ইয়াঙ্গুনের বাইরের একটি মঠে বৈঠক শুরু হয়। এতে সারা দেশের ২০০ জনেরও বেশি ভিক্ষু অংশ নেন।
ভিক্ষুরা সাম্প্রতিক সহিংসতায় নেতৃত্ব দিয়েছেন বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার জন্য নেতারা সংবাদমাধ্যমের নিন্দা জানান। বৈঠকের মুখপাত্র জ্যেষ্ঠ ভিক্ষু ধম্মপিয়া বলেন, 'সব বৌদ্ধ নেতা ও বৌদ্ধ সংঘাত নয়, শান্তিতে থাকতে চায়। শান্তিপূর্ণ অবস্থানকে উৎসাহিত করে, এমন নীতিকে মিয়ানমারের সব নাগরিক সমর্থন করে।'
কাবার আই বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিক্ষু বিমলা বলেন, 'মুসলমানদের ভীত হওয়ার কিছু নেই। আমাদের দেশে আইন আছে। পরস্পরকে ভয় পাওয়া উচিত নয়, বরং সম্মান দেখানো উচিত।' সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.