প্রতিবন্ধী নারী by মুহাম্মদ আবদুস সোবহান

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদের ৬নং অনুচ্ছেদে প্রতিবন্ধী নারীদের সম্পর্কে বলা হয়েছে, 'প্রতিবন্ধী নারীরা বহুমুখী বৈষম্যের ভুক্তভোগী, রাষ্ট্রপক্ষ তা স্বীকার করবে, এর পরিপ্রেক্ষিতে তাদের সব মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সমান এবং পূর্ণ উপভোগ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবে। মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা যেন প্রতিবন্ধী নারীরা পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারে সে উদ্দেশ্যে প্রতিবন্ধী নারীদের সার্বিক উন্নয়ন, অগ্রসরতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।'


ইরাক, আফগানিস্তান যুদ্ধে বহু নারী প্রতিবন্ধিতার শিকার হয়েছে। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনেও অনেক দেশে বহু নারী প্রতিবন্ধিতার শিকার হয়েছে কিংবা প্রতিবন্ধী নারী দুর্ভোগের শিকার হচ্ছে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও প্রতিবন্ধী নারীদের দুর্ভোগের সীমা থাকে না। প্রতিবন্ধী নারীদের জন্য প্রয়োজন নতুন নতুন প্রযুক্তি, যা অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল দরিদ্র জনপদ কিংবা ছোট রাষ্ট্র অথবা দরিদ্র রাষ্ট্র কিংবা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের পক্ষে প্রতিবন্ধী নারীদের জন্য সহানুভূতি থাকলেও কার্যকর পদক্ষেপ নিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়। একজন সুস্থ নারী আরেকজন প্রতিবন্ধী নারীর জগৎ কখনোই এক হতে পারে না। ইরাক, আফগানিস্তান সম্প্রতি ক্ষমতার পালাবদলের দেশগুলোতে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) তাদের কার্যক্রমে মনোযোগী হতে পারে। এতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।
কেরানীগঞ্জ, ঢাকা

No comments

Powered by Blogger.