পাকিস্তান থেকে রকেট হামলা চালানো হচ্ছে

আফগানিস্তান কর্তৃপক্ষ অভিযোগ করেছে, পাকিস্তান থেকে তাদের ভূখণ্ডে রকেট হামলা চালানো হচ্ছে। গত কয়েক দিনে কয়েক শ রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে এক শিশু নিহত হয়েছে।
কারা এসব রকেট হামলা চালাচ্ছে, তা উল্লেখ না করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকুই গতকাল রোববার বলেন, ‘এসব হামলার পেছনে যাদেরই হাত থাকুক না কেন, আমরা পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে এই হামলা বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
মুখপাত্র বলেন, আফগানিস্তানে গত চার দিনে ৩৪০টির বেশি রকেট ছোড়া হয়েছে। এসব রকেটের বেশির ভাগই কুনার প্রদেশের বিভিন্ন গ্রাম ও কৃষিজমিতে আঘাত হেনেছে। দুটি মসজিদ ও বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ওই এলাকার প্রায় ৫০টি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
কুনার প্রদেশের গভর্নর ফজিলুল্লাহ ওয়াহিদি বলেন, রকেট হামলায় একটি ছেলেশিশুর মৃত্যু হয়েছে। পাকিস্তান থেকে আফগানিস্তানে চালানো এ ধরনের হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

No comments

Powered by Blogger.