ইতিবাচক ধারায় পুঁজিবাজার

দেশের পুঁজিবাজারে আজ সোমবার কিছুটা ইতিবাচক ধারা লক্ষ করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়ে যায়। এ ছাড়া গতকালের চেয়ে লেনদেনও বেড়েছে স্টক এক্সচেঞ্জ দুটিতে। আর এ নিয়ে তিন দিনে সূচক বাড়ল পুঁজিবাজারে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপগুলো বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার করছে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আবারও বাজারে সক্রিয় হয়েছেন বলে মনে করছেন অনেকে। বাজারে লেনদেন বেড়ে যাওয়া এরই প্রমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০৬.৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৫৯৯১.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের ২২ মিনিটের দিকে সূচক ১১৬ পয়েন্ট বাড়ে। সময়ের সঙ্গে সূচক আরও বাড়তে থাকে। তৃতীয় ঘণ্টা শেষে সূচক ১৬২ পয়েন্ট বেড়েছিল। সূচক বৃদ্ধির এই ধারা দিনভর অব্যাহত ছিল।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে আটটির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে মোট লেনদেন হয়েছে ৫৩৪ কোটি টাকা, যা গতকালের চেয়ে ১৭১ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, গ্রামীণফোন, লঙ্কা-বাংলা, এমআই সিমেন্ট, এনবিএল ও মালেক স্পিনিং।
আজ সবচেয়ে বেশি বেড়েছে গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম। এ ছাড়া গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ফেডারেল ইনস্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফিনিক্স ইনস্যুরেন্স, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, জিকিউ বলপেন ও আইপিডিসি দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৬০০ পয়েন্ট বেড়ে ১৭০১৪.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৫টিরই দাম বেড়েছে। আর কমেছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯ কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.