ইন্দোনেশিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের সোলো শহরে গতকাল রোববার একটি গির্জার প্রধান প্রবেশপথের সামনে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে ওই হামলাকারীসহ চারজন নিহত হয়।
প্রদেশটির পুলিশের মুখপাত্র জিহারতোনো বলেন, ‘সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বেথেল ইঞ্জিল গির্জায় একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। ওই ঘটনায় হামলাকারীই নিহত হয়েছেন। অন্য কেউ নিহত হয়েছে কি না, তা আমরা তদন্ত করছি।’ তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বোমা হামলাকারীসহ চারজন নিহত হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় রেডিও স্টেশন এলশিনতাকে জানিয়েছেন, গির্জায় প্রার্থনা শেষে লোকজন বেরিয়ে আসার সময় বোমার বিস্ফোরণ হলে চারজন নিহত হয়।
স্থানীয় এক পুলিশ সদস্য বলেন, বোমার আঘাতে ১৫ জন আহত হয়েছে। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
বোমা হামলার পর এএফপির স্থানীয় প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে দেখেন, গির্জার প্রধান প্রবেশপথের সামনে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা বোমা হামলাকারীর মৃতদেহ পড়ে আছে।
দেশটির রাজনীতি, আইন ও নিরাপত্তাবিষয়ক সমন্বয় মন্ত্রী জোকো সুয়ান্তো জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সন্ত্রাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.