বাগদাদে মসজিদে আত্মঘাতী হামলায় এমপিসহ নিহত ২৮

ইরাকের রাজধানী বাগদাদে একটি মসজিদে গত রোববার রাতে আত্মঘাতী বোমা হামলায় একজন পার্লামেন্ট সদস্যসহ (এমপি) অন্তত ২৮ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার সুন্নিদের ওই মসজিদে জানাজায় যোগ দিতে গিয়েছিলেন তাঁরা।
পবিত্র রমজান শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইরাকে এই হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা এই হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববার রাতের ওই ঘটনায় ২৮ জন নিহত ও অন্তত ৩৭ জন আহত হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল বলেন, হামলায় ৩০ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের সুন্নিসমর্থিত ইরাকিয়া জোটের পার্লামেন্ট সদস্য খালিদ আল-ফাহদাবি রয়েছেন। হতাহতদের মধ্যে বৃদ্ধা ও শিশু রয়েছে।
প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এবং পার্লামেন্ট স্পিকার ওসামা আল-নুজায়ফি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.