সিরিয়ার সেনারা ট্যাংক নিয়ে একটি শহর ঘিরে রেখেছে

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় রাস্তান শহরটি ঘিরে রেখেছে ট্যাংক এবং সাঁজোয়া যান। শহরে ঢোকার পথে নিরাপত্তারক্ষীরা ভারী অস্ত্র থেকে গুলি ছুড়ছে বলে দাবি করেছে বিক্ষোভকারীরা।
শহরের এক বাসিন্দা টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মহাসড়কের দুই পাশে ট্যাংক নামানো হয়েছে। সেখান থেকে শহরের দিক লক্ষ্য করে গোলাবর্ষণ করা হচ্ছে। সিরিয়ায় বিদেশি সাংবাদিকদের নিষিদ্ধ করার কারণে সেখানকার কোনো খবরের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
বিভিন্ন সংবাদ সংস্থার অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় অবস্থানরত দেশটির কিছু সেনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতিসংঘ জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণ এবং গণতন্ত্রের দাবিতে গত মার্চে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সহিংসতায় দুই হাজার ২০০ লোক নিহত হয়েছে।
এদিকে সংকট মোকাবিলায় আরব লিগের সেক্রেটারি জেনারেল নাবিল আল-আরাবি সিরিয়া সফরে যাবেন বলে গত রোববার ঘোষণা দিয়েছেন।

No comments

Powered by Blogger.