মারাকানায় উদ্বোধনী ম্যাচ চান ব্ল্যাটার

২০১৪ বিশ্বকাপকে ঘিরে একটা চাওয়া আছে সেপ ব্ল্যাটারের। উদ্বোধনী ম্যাচটা রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে হোক—ফিফা সভাপতির চাওয়া এটাই।
আগামী অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে উদ্বোধনী ম্যাচের ভেন্যু। শোনা যাচ্ছে, সাও পাওলোতেই হবে ২০১৪ বিশ্বকাপের প্রথম ম্যাচ। কিন্তু ফিফা সভাপতির কথা, ‘ব্রাজিলিয়ান ফুটবল মানে রিও। সন্দেহাতীতভাবে রিও বিশ্বকাপ শুরুর জন্য সবচেয়ে আকর্ষণীয় শহর। ফিফার অফিস আর প্রেস সেন্টার থাকবে রিওতে। এসব বিবেচনা করে রিওকেই উদ্বোধনী ম্যাচের জন্য আদর্শ মনে হয়।’
উদ্বোধনী ম্যাচ হিসেবে মারাকানার পরিবর্তে সাও পাওলোর নাম আসায় ব্রাজিলিয়ান রাজনীতিকদের ওপর চটেছেন ব্ল্যাটার। ‘মেয়র, গভর্নর আর সরকার—এই তিনে মিলে বিশ্বকাপ আয়োজনটাকে জটিল করে ফেলেছে। ডিলমা রউসেফের (বর্তমান প্রেসিডেন্ট) চেয়ে সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভার সঙ্গে কাজ করা ব্রাজিলের ফুটবল ফেডারেশনের জন্য সহজ ছিল’—বলেছেন তিনি। যদিও তাঁর এই ব্যতিক্রমী মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি।

No comments

Powered by Blogger.