২৭৩ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

ওয়ানডে সিরিজটা শেষপর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে গেলেও টেস্ট সিরিজের শুরুটা ভালোভাবেই করেছে শ্রীলঙ্কা। আজ বুধবার গল টেস্টের প্রথম দিনে মাত্র ১০ ওভারের মধ্যেই দুই অসি ওপেনার শেন ওয়াটসন (২২) ও ফিলিপ হিউজকে (১২) সাজঘরে পাঠিয়েছেন লঙ্কান বোলাররা। এরপর খুব বড় কোন জুটি গড়ে তুলতে পারেন নি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। কিন্তু তার মধ্যেও প্রায় একাই লড়াই চালিয়ে গেছেন মাইক হাসি। তবে শেষপর্যন্ত মাত্র ৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই বামহাতি ব্যাটসম্যনকে। ৯৫ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৭৩ রানে।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। কিন্তু সপ্তম ওভারে শেন ওয়াটসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন রঙ্গনা হেরাথ। তিন ওভার পরে মাত্র ৩৬ রানের মাথায় আরেক ওপেনার ফিলিপ হিউজের উইকেটটাও তুলে নিয়ে অসি শিবিরকে কিছুটা চাপের মুখে ফেলে দেন সুরাঙ্গা লাকমাল। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন রিকি পন্টিং ও অথিনায়ক মাইকেল ক্লার্ক। কিন্তু দলীয় ৯১ রানের মাথায় ক্লার্ককে এলবিডব্লিউর ফাদে ফেলেন হেরাথ। ২৩ রান করে ফিরে যান ক্লার্ক। ১০ ওভার পর আবারও অসি শিবিরকে হতাশায় ডোবান হেরাথ। তুলে নেন পন্টিংয়ের (৪৪) উইকেটও। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে উসমান খাজা ও ব্রাড হাডিনকে সঙ্গে নিয়ে আবারও প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মাইকেল হাসি। যোগ করেছিলেন ৪৫ ও ৪৮ রান। কিন্তু দুজনের কেউই খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেন নি হাসিকে। এরপর টানা দুই ওভারে মিচেল জনসন ও রায়ান হ্যারিসকেও সাজঘরমুখী করেন সুরাঙ্গা লাকমল। শেষ ব্যাটসম্যান হিসেবে দিলশানের শিকারে পরিণত হয়ে বিদায় নেন হাসি।

No comments

Powered by Blogger.