১৪ সাবেক তালেবান নেতার নাম বাদ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক কালো তালিকা থেকে ১৪ জন সাবেক তালেবান নেতার নাম বাদ দিয়েছে। গত শুক্রবার জার্মান জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
১৯৯৯ সালে এই ১৪ জনসহ তৎকালীন ক্ষমতাসীন তালেবান নেতাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করে জাতিসংঘ। তালেবানসহ বিরোধীদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনায় অগ্রগতির জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসব ব্যক্তির মধ্যে রয়েছেন সাবেক তালেবান সরকারের চার কর্মকর্তা। তাঁরা হলেন সাবেক প্রতিমন্ত্রী আরসালান রহমানি দৌলত, সাবেক রাষ্ট্রদূত হাবিবুল্লাহ ফৌজি, সাবেক খনি ও শিল্প প্রতিমন্ত্রী সাঈদুর রহমান হাক্কানী ও ফকির মোহাম্মদ। এ চারজনই শান্তি আলোচনার জন্য গত বছর সেপ্টেম্বরে গঠিত ৭০ সদস্যবিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন ‘পিস কাউন্সিল’-এর সদস্য।

No comments

Powered by Blogger.