ব্রাজিল নয়, আবার কিউবা যাচ্ছেন হুগো চাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারের চিকিৎসার জন্য ব্রাজিল যাচ্ছেন না। যাচ্ছেন কিউবায় অসমাপ্ত কেমোথেরাপিসহ ক্যানসারের চিকিৎসা করাতে। এ জন্য গত শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল অ্যাসেম্বলির কাছে আবেদন করেছেন।
এর আগে ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছিল, হুগো চাভেজ ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা করাতে যাচ্ছেন।
গতকাল শনিবারই তাঁর কিউবার হাভানার উদ্দেশে রওনা দেওয়ার কথা। কিউবায় প্রায় এক মাস চিকিৎসা শেষে ৫৬ বছর বয়সী চাভেজ ৪ জুলাই ভেনেজুয়েলায় ফেরেন। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে টিউমার অপসারণ করা হয়েছিল। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট যদি পাঁচ দিনের বেশি দেশের বাইরে থাকেন, তাঁকে অবশ্যই আইনসভার অনুমতি নিতে হবে। কিন্তু চাভেজ ওই সময় সাময়িক ক্ষমতা হস্তান্তর না করেই দেশের বাইরে থেকে দেশ পরিচালনা করায় তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন চাভেজবিরোধী রাজনীতিকেরা। এ জন্য এবার তিনি কিউবায় আবারও ক্যানসার চিকিৎসার জন্য দেশত্যাগের অনুমতি চেয়েছেন।
চাভেজ বলেন, দ্বিতীয় পর্যায়ের চিকিৎসার জন্য তিনি কিউবায় যেতে চান।

No comments

Powered by Blogger.