পেলিনকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র মুক্তি পেল

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর সারাহ পেলিনের রাজনৈতিক জীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র গত শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে। প্রামাণ্যচিত্রটির নাম দ্য আনডিফিডেট।
প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন স্টিফেন ব্যানন। পেলিনের আলাস্কার মেয়র ও পরে গভর্নর নির্বাচিত হওয়া থেকে শুরু করে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের রানিংমেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়গুলো প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে। রক্ষণশীল বলে পরিচিত ব্যানন নিজের অর্থায়নে এই প্রামাণ্যচিত্র তৈরি করেন। প্রামাণ্যচিত্রটিতে পেলিনের সরাসরি কোনো সাক্ষাৎকার নেই। তবে কিছু কিছু দৃশ্যের ধারা বর্ণনা করেছেন তিনি।
সারাহ পেলিন ২০১২ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ব্যানন বলেন, প্রামাণ্যচিত্রটি নির্বাচনী অভিযানে দারুণভাবে কাজে লাগতে পারে।
রক্ষণশীলদের শক্ত অবস্থান রয়েছে এমন অঞ্চলের ওপর আস্থা রেখে ওই সব অঞ্চলের ১০টি সিনেমা হলে প্রামাণ্যচিত্রটি মুক্তি দেয় পরিবেশকেরা।

No comments

Powered by Blogger.