ত্রিপোলির পথে দুটি শহরে এগিয়ে চলেছে বিদ্রোহীরা

লিবিয়ায় রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলীয় দুটি শহরের আরও অভ্যন্তরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। সেখানে সেনাদের হটিয়ে ত্রিপোলির দিকে এগিয়ে চলেছে তারা।
বিবিসি জানায়, গত ২৪ ঘণ্টার লড়াইয়ে সেনা দখলে থাকা লিবিয়ার ঘারিয়ান শহরের প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। রাজধানী ত্রিপোলিতে ঢোকার পথে কৌশলগত কারণে এই শহরের গুরুত্ব রয়েছে। একটি প্রধান সড়ক এই শহরের ভেতর দিয়ে ত্রিপোলির দিকে গেছে।
এ ছাড়া মিসরাতা শহর থেকে বিদ্রোহীরা ত্রিপোলির দিকে অনেকটা এগিয়ে এসেছে।
এদিকে লিবিয়ায় বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ বা পরামর্শ দেওয়া থেকে পেন্টাগণকে বিরত থাকার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছে। প্রতিরক্ষা বিলের অংশ হিসেবে ওই ধারা অনুমোদনের জন্য সিনেটে পাঠাতে হবে। সেখানে তীব্র বিরোধিতার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ার বিদ্রোহীদের কট্টর সমর্থক যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর ম্যাককেইন এই ভোট প্রত্যাখ্যান করে বলেছেন, এতে গাদ্দাফি ও গণতন্ত্রের দাবিতে লড়াইরত বিদ্রোহীদের প্রতি ভুল বার্তা পাঠানো হবে।

No comments

Powered by Blogger.