মেক্সিকোর বিপক্ষে পেরুর কষ্টার্জিত জয়

কোপা আমেরিকার প্রথম নয়টি ম্যাচের ছয়টিই শেষ হয়েছে ড্র দিয়ে। মেক্সিকো ও পেরুর মধ্যকার দশম ম্যাচটির ভাগ্যও সেদিকেই যাচ্ছে বলে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ৮২ মিনিটে পাওলো গুয়েরোর গোল থেকে অবশেষে মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেরু। এখন ‘সি’ গ্রুপের দুটি করে ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে চিলির সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে আছে তারা।
টানা দ্বিতীয় ম্যাচে হারার ফলে কোপা আমেরিকার প্রথম রাউন্ড থেকেই মেক্সিকোর বিদায়টা প্রায় নিশ্চিতই হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে অনেকখানিই এগিয়ে আছে পেরু ও চিলি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে ১৩ জুলাই। সেই ম্যাচে শুধু ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের। অন্যদিকে প্রথম দুটি ম্যাচই ড্র করায় এ মুহূর্তে প্রথম রাউন্ড থেকেই হতাশাজনক বিদায়ের আশঙ্কা ভর করেছে উরুগুয়ের শিবিরে। দ্বিতীয় রাউন্ডের টিকিট পাওয়ার জন্য ১৩ জুলাই মেক্সিকোর বিপক্ষে জয় পেতেই হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের।

No comments

Powered by Blogger.